খড়গ্রামে অধীরের হাত ধরে কংগ্রেসে পূর্ত কর্মাধ্যক্ষ । নির্বাচনে কাজ করেন নি, বললেন আশিস

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ খড়গ্রামে শাসক দলে ভাঙন। কংগ্রসে যোগ তৃণমূলের খড়গ্রাম পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষর। শনিবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগ দিলেন খড়গ্রামের তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি ও খড়গ্রাম পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আবুল হাসনাত, প্রাক্তন কিষান ক্ষেতমজুর তৃণমূল নেতা মুর্শেদ সেখ সহ একগুচ্ছ নেতাকর্মী । সাগরদিঘি উপনির্বাচনের ফলাফলের পর কংগ্রেসে যোগদানের এই প্রক্রিয়া নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যদিও শাসক তৃণমূল কংগ্রেস এই যোগদানকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ।
খড়গ্রাম পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আবুল হাসনাত এদিন কংগ্রেসে যোগ দিয়ে খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিতের দিকে তোপ দাগেন।

সাগরদিঘি উপনির্বাচনে জয়ের পড়ে মুর্শিদাবাদ জেলার খড়গ্রামের নগরে কংগ্রেসের যোগদান সভা হয় । পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে নিজেদের ঘর গোছাতে তৎপর হয়ে উঠেছে সমস্ত রাজনৈতিক দল । এদিন নগর পীরতলায় তৃণমূল কংগ্রেস থেকে কংগ্রেসে যোগদান করলেন তৃণমূলের অঞ্চল সভাপতি মহিউদ্দিন মন্ডল ওরফে রুবেলও। এদিন অধীর চৌধুরীর কাছ থেকে কংগ্রেসের পতাকা হাতে নেন তৃণমূল নেতারা।
অধীর বলেন, খড়গ্রাম থেকে তৃণমূলের উচ্ছেদ অভিযান শুরু হল। তৃণমূলের হাত থেকে বাংলাকে মুক্ত করবে কংগ্রেস।

নগরের পীরতলায় এদিন কংগ্রেসের এই যোগদান মঞ্চে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, কংগ্রেস ব্লক সভাপতি আবুল কাসেম, কংগ্রেসের মহকুমা সভাপতি সকিল আলম খান সহ অন্যান্য নেতৃত্ব। ভোটের আগে জেলায় আরও যোগদান হবে বলেই আশাবাদী প্রদেশ কংগ্রেস সভাপতি।

যদিও খড়গ্রামের তৃণমূল বিধায়ক আশিস মার্জিতের দাবি, একুশের নির্বাচনে দলের কাজই করেন নি পূর্ত কর্মাধ্যক্ষ। দুর্নীতি, একাধিক অভিযোগের কারণেই দল কোনঠাসা করেছে তাকে । দলত্যাগীদের উচ্ছিষ্ট বলেও কটাক্ষ করেন আশিস মার্জিত।