কড়া বিধি মেনেই শুরু পরীক্ষা, NAS এ বসল শিল্পমন্দিরের ৩০ ছাত্রী

Published By: Madhyabanga News | Published On:

চেনা ছন্দে স্কুল।  অন লাইনে নয় অফ লাইনে হল পরীক্ষা। আগামী ১৬ ই নভেম্বর থেকে খুলছে স্কুল। তার আগেই স্কুলে হয়ে গেল পরীক্ষা। করোনা আবহে দীর্ঘদিন পর স্কুলের ক্লাসরুমে বসে পরীক্ষা দিল পড়ুয়ারা। শুক্রবার বহরমপুরে গোরাবাজার শিল্পমন্দির গার্লস হাইস্কুলে অফ লাইনে হয়ে গেল ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে পরীক্ষা NAS 2021।

এই পরীক্ষায় বসল অষ্টম শ্রেণীর ৩০ জন ছাত্রী। মোট ২২২ জন ছাত্রীর মধ্যে লটারির মাধ্যমে এই ৩০ জন পরীক্ষার্থীদের নির্বাচিত করা হয়েছে বলে স্কুল কর্তৃপক্ষ সুত্রে জানা যায়। এদিন সকাল সাড়ে ১০ টা থেকে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত পরীক্ষা হয়। স্কুলের প্রধান শিক্ষিকা জানান, করোনা বিধির ওপর জোর দেওয়া হয়েছে। মাস্ক পরে, দূরত্ব বিধি বজায় রেখে পরীক্ষা কেন্দ্রে বসে পরীক্ষার্থীরা।
ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে National Achievement Survey পরীক্ষার উদ্দ্যেশ্য হল বিভিন্ন রাজ্যের শিক্ষার মান কেমন, সেই বিষয়ে পরীক্ষার মাধ্যমে সমীক্ষা। পশ্চিমবঙ্গেও বিভিন্ন স্কুলের পড়ুয়ারা এই পরীক্ষায় অংশ নেয়। স্বাভাবিক ভাবে পরীক্ষায় অংশগ্রহন করতে পেরে খুশি পড়ুয়ারা।