এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

কড়া নিরাপত্তায় সাগরদিঘিতে ভোট কাল। সব বুথে ওয়েব কাস্টিং

Published on: February 26, 2023

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ  কড়া নিরাপত্তায় সাগরদিঘিতে ভোটের প্রস্তুতি তুঙ্গে। রাত পোহালেই ভোট সাগরদিঘিতে। সোমবার সকালে   ২৪৬ টি বুথে হবে ভোট গ্রহণ। বুথগুলিকে ভাগ করা হয়েছে ২২ টি সেক্টারে। থাকছে ২২ টি কুইক রেসপন্স টিম। প্রত্যেক বুথেই থাকছে ক্যামেরা। হবে ওয়েব কাস্টিং।  দিল্লি থেকে বুথে চলবে নজরদারি।  নির্বাচনের জন্য ইতিমধ্যেই মোতায়েন হয়েছে ৩০ কোম্পানী সিএপিএফ। উপনির্বাচন ঘিরে টানটান উত্তেজনা সাগরদিঘিতে। মুখোমুখি টক্করে তৃণমূল, কংগ্রেস, বিজেপি। প্রচারে ঝড় তুলেছে সব দল। প্রশাসএর বিরুদ্ধে আগেই  অভিযোগ তুলেছে বিজেপি, কংগ্রেস।   এখন  শান্তিপূর্ণ ভোট করাতে সচেষ্ট প্রশাসন। মন্ত্রী সুব্রত সাহার মৃত্যুতে ফাঁকা হওয়া আসনে নির্বাচনের দিকে তাকিয়ে রাজ্যের রাজনৈতিক মহল। পঞ্চায়েত ভোটের আগে এই নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে সব দল।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now