ক্ষমা করুন, উল্টো পাল্টা বলবেন না; দাদাকে আর্জি সামসেরগঞ্জের জৈদুরের

Published By: Madhyabanga News | Published On:

“দাদা এসব বক্তব্য না দিয়ে, আমাকে ক্ষমা করুন। আমার ব্যাপারে উল্টো পাল্টা না বলাই ভালো আমার মনে হয় ভালো হয়”, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর কাছে কার্যত আর্জি জানালেন সামসেরগঞ্জের কংগ্রেস প্রার্থী জৈদুর রহমান।

মুর্শিদাবাদের সামসেরগঞ্জে ৩০-এ সেপ্টেম্বর বিধানসভা ভোট। যদিও এই কেন্দ্রে ভোটে লড়ছেন  না কংগ্রেস প্রার্থী ।
দিন কয়েক আগেই এই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী জৈদুর রহমান জানান তিনি  ভোটে লড়তে নারাজ, নিজের অবস্থান সামনে আনেন। জনগণের কাছে ক্ষমাও চেয়ে নেন জৈদুর। যা নিয়ে রাজনৈতিক মহলে তুমুল জল্পনা শুরু হয়।

এদিন বহরমপুরে সাংবাদিক বৈঠক থেকে সামসেরগঞ্জে প্রার্থী সরে দাঁড়ানো নিয়ে মুখ খোলেন অধীর চৌধুরী।  অধীর সরাসরি প্রশ্ন তোলেন জৈদুর রহমানের  রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা নিয়ে।  ঢাক ঢোল পিটিয়ে মনোনয়ন দিয়ে, দলের প্রতীক নিয়েও ভোট থেকে সরে দাঁড়ানো দুর্ভাগ্যজনক বলেই মন্তব্য অধীরের।

অধীর বলেন, “ সব কিছু করে,  সিম্বল নিয়ে পাল্টি খেয়েছে। আমাদের মানুষ চিনতে ভুল হয়েছিল”।

এদিন পুনরায় সামসেরগঞ্জের মানুষের কাছে ক্ষমা চান জৈদুর। জৈদুর বলেন, “ ওনাকে দাদার নজরেই দেখি” । তিনি বলেন, অধীর যা বলেছেন আক্ষেপে আপসোসে বলেছেন।