ক্ষতিপূরণের চেক পেল মুর্শিদাবাদে বজ্রাঘাতে নিহতদের পরিবার

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ৮জুনঃ  জঙ্গিপুর মহকুমায় বজ্রাঘাতে নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হল মঙ্গলবার  । সোমবার বজ্রপাতে রঘুনাথগঞ্জে ৬ জন এবং সুতিতে ১ জনের মৃত্যু হয়। মঙ্গলবার বিকেলে রাজ্য সরকারের পক্ষ থেকে  জঙ্গীপুরে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা তুলে দিলেন প্রতি মন্ত্রী আখরুজ্জামান, প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন, জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, মুর্শিদাবাদের সাংসদ  জেলার তৃণমূল সভাপতি সাংসদ আবু তাহের খান। উপস্থিত ছিলেন জঙ্গীপুরের মহকুমা শাসক শ্রীমতি নিতু।  নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ২  লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয় পরিবারে সদস্যের হাতে। রঘুনাথগঞ্জ ও সুতি তে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় দুঃখ প্রকাশ করলেন সকলেই।

 

সোমবার  বাজ পড়ে বহরমপুরের চুনাখালি নিমতলা এলাকায় প্রাণ হারান  ব্যাংকের অস্থায়ী কর্মী অভিজিৎ বিশ্বাস ও শ্রমিক প্রহল্লাদ মুরারি।

বহরমপুরে নিহতদের পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে চেক

মঙ্গলবার নিহত দুজনের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আর্থিক ক্ষতিপূরণ রাজ্যের। এদিন বহরমপুরের বিডিও অফিসে নিহত দুজনের পরিবারের হাতে ২ লক্ষ টাকার চেক  তুলে দিলেন রাজ্যের প্রতি মন্ত্রী সুব্রত সাহা।  উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা, বহরমপুর পৌরসভার বিশেষ উপদেষ্টা নাড়ু গোপাল মুখার্জী, বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার অধিকারী সহ অন্যান্যরা । প্রাক বর্ষায় বজ্র গর্ভ মেঘে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে এখন। ফলে ঝড়বৃষ্টির সময় প্রত্যেককেই সাবধানে সতর্ক ভাবে থাকার পরামর্শ দেওয়া হয়। দুঃখজনক ঘটনায় গভীর শোক প্রকাশ করেন সকলেই।