কোভিড মোকাবিলায় মুর্শিদাবাদে ২৫০ বেডের DRDO-র হাসপাতাল

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ১৭জুনঃ মুর্শিদাবাদ পেল ২৫০ বেডের কোভিড হাসপাতাল। বুধবার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় দুটি হাসপাতাল নির্মাণ করা হবে। ২৫০ করে বেড থাকবে হাসপাতালে। পিএম কেয়ার্স বা  The Prime Minister’s Citizen Assistance and Relief in Emergency Situations (PM CARES) Fund Trust এই সিদ্ধান্ত নিয়েছে। বরাদ্দ হয়েছে ৪১.৬২ কোটি টাকা।প্রতিরক্ষা উন্নয়ন ও গবেষণা সংস্থা (ডিআরডিও) এই কাজ করবে।

DRDO’র কোভিড হাসপাতাল রাজ্যে এই প্রথম। এর আগে বিহার, দিল্লি, যম্মু, শ্রীনগরে এই রকম হাসপাতাল হয়েছে। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের স্বাস্থ্য মন্ত্রক প্রয়োজনীয় পরিকাঠামোগত ব্যবস্থা করবে ।