কোভিড মোকাবিলায় গ্রামের হাসপাতালে চাই উন্নত পরিকাঠামো, এগিয়ে এলেন গায়ক অরিজিৎ সিং

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ৪জুনঃ করোনা মোকাবিলায় এখনও প্রস্তত নয় গ্রামের হাসপাতালগুলি ।   গ্রামের স্বাস্থ্য কাঠামোর উন্নয়নের জন্য এবার অনলাইন কনসার্ট এবং ফান্ড রেইজিং’এর উদ্যোগ নিলেন গায়ক অরিজিৎ সিং। গ্রামীণ ভারতে সহায়তার হাত বাড়ানোর জন্য Social For Good এবং GiveIndia-র সাথে  হাত মিলিয়েছেন তিনি ।                                                                                                     অরিজিৎ সিং জানান, এখন অক্সিজেন, বিছানা, ওষুধ, খাদ্য প্রয়োজন  এবং যারা   পরিবারের সদস্যদের হারিয়েছেন  তাদের জন্য আর্থিক সহায়তা প্রয়োজন।    কোভিডের তৃতীয় ওয়েভে  গ্রামীণ ভারত সম্ভবত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবে।  সেই জন্যই গ্রামের হাসপাতালে উন্নত মেশিন পৌঁছে দিতে চাইছেন গায়ক।

 

এই কাজে সকলের সাহয্যও চেয়েছেন তিনি। গিভ ইন্ডিয়ায় শুরু হয়েছে ফান্ড রেইজিং। আর্থিক সাহায্য করছেন বিভিন্ন মানুষ।

রবিবার, ৬ জুন, সন্ধ্যে ৮ টায়  মুর্শিদাবাদের জিয়াগঞ্জের বাড়ি থেকেই  ফেসবুকে সরাসরি গান করবে তিনি । ফেসবুকে দেওয়া হবে গানের অনুষ্ঠানের লাইভ স্ট্রিমিং’এর লিংক।

সম্প্রতি প্রয়াত হয়েছেন গায়ক অরিজিৎ সিং’এর মা। ব্যক্তিগত শোক কাটিয়েই এই সামাজিক উদোগ নিয়েছেন মুর্শিদাবাদের ভূমিপুত্র।

সম্প্রতি মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দপ্তরের হাতে  হাতে ১০ টি হাইফ্লো ন্যাজাল অক্সিজেন (এইচএফএনও) তুলে দেন অরিজিৎ সিং।