কোভিড বিধি মেনেই SET পরীক্ষা কাল, থাকছে সিক রুম Set Exam Wb

Published By: Madhyabanga News | Published On:

রাত পোহালেই কলেজ সার্ভিস কমিশনের সেট SET  পরীক্ষা । রাজ্যে বেড়ে চলা করোনা সংক্রমণের মধ্যেই অফ লাইনে হবে পরীক্ষা। বহরমপুর কলেজ ও মুর্শিদাবাদ ইউনিভার্সিটির ক্যাম্পাসে  জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র ছাত্রীরা আসবেন পরীক্ষা দিতে। চিন্তিত অভিভাবক সহ ছাত্র ছাত্রীরা । কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে পরীক্ষা পিছনোর দাবিতে চিঠি দেন সরকারি কলেজ শিক্ষক সমিতি । তারপরেই জানানো হয় নির্দিষ্ট সূচি অনুযায়ী রবিবারই পরীক্ষা হবে । এই অবস্থায় শহর বহরমপুরের পরীক্ষা কেন্দ্রগুলিতে  চলছে প্রস্তুতি।

 

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়য়ের উপাচার্য সুজাতা ব্যানার্জি জানান, বিধি মেনেই পরীক্ষা নেওয়া হবে। কেউ অসুস্থ বোধ করলে তার জন্য সিক রুমের ব্যবস্থাও থাকছে।

এর পাশাপাশি বহরমপুর কলেজ ঘুরে দেখেও চোখে পড়ল পরীক্ষা নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি । করোনা বিধি মেনে পরীক্ষা হবে আশ্বাস কলেজ কর্তৃপক্ষের। শনিবার  চলে ক্লাসরুম  পরিষ্কার করার  কাজ। বহরমপুর কলেজের অধ্যক্ষ ডঃ সমরেশ মণ্ডল জানান , পরীক্ষার্থীদের  মাস্ক বাধ্যতামূলক।