এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

কোভিড টিকা COVAXIN-এ সদ্যজাত বাছুরের রক্ত রস ! ব্যাখ্যা দিল সরকার

Published on: June 17, 2021

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ১৭জুনঃ কোভ্যাকসিন টিকায় সদ্যজাত বাছুরের রক্তরস ( newborn calf serum) নিয়ে শোরগোল সোস্যাল মিডিয়ায়।  সোস্যাল মিডিয়ার কিছু পোস্টে বলা হয়েছে কোভ্যাকসিন (COVAXIN)  টিকা তৈরি করার সময় সদ্যজাত বাছুরের রক্ত রস দেওয়া হয়। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই তথ্যটির অপব্যাখ্যা করা হয়েছে এবং এই পোস্টগুলিতে মানুষকে ভুল বোঝানো হচ্ছে।

ব্যাখ্যা দিয়ে কেন্দ্র জানিয়েছে,  ভেরোকোষের বৃদ্ধির জন্য সদ্যজাত বাছুরের রক্ত রস ব্যবহার করা হয়। সারা বিশ্বজুড়ে ভেরোকোষের বৃদ্ধির জন্য বিভিন্ন গবাদি পশুর রক্ত রস ব্যবহার করা হয়। টিকা তৈরিতে প্রয়োজনীয় কোষ সরবরাহ করতে ভেরোকোষের এই ব্যবহার দীর্ঘদিন ধরে চলছে। পোলিও, ইনফ্লুয়েঞ্জার মতো টিকা তৈরিতে এই প্রযুক্তি ব্যবহার করা হয়। বৃদ্ধির পর ভেরোকোষ রসায়নিক পদার্থ যা বাফার হিসেবে পরিচিত এবং জল দিয়ে ধোয়া হয়। এরপর এই কোষগুলি করোনা ভাইরাসে সংক্রমিত করা হয়। ভাইরাসের বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভেরোকোষ সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এরপর উৎপাদিত ভাইরাস নিষ্ক্রিয় করে পরিশোধিত করা হয়। তারপর সেগুলিকে টিকা তৈরির কাজে লাগানো হয়, যেখানে বাছুরের রক্তরস ব্যবহার করা হয়না। আর তাই বলা যায় কোভ্যাকসিনে সদ্যজাত বাছুরের রক্ত রস থাকেনা এবং টিকা তৈরির চূড়ান্ত পর্বে বাছুরের রক্ত রস ব্যবহার করা হয়না।

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now