কেরলে মৃত্যু সাগরপাড়ার যুবকের ; দেহ গ্রামে ফিরবে কীভাবে ? জানে না পরিবার

Published By: Madhyabanga News | Published On:

সাহেবনগরের বাসিন্দা ইমন সেখ(১৮) কাজে গিয়েছিলেন কেরলে। সেখানে  ফের ভিন রাজ্যে কাজে গিয়ে আর ফেরা হল না পরিযায়ী শ্রমিকের। ভিন রাজ্যে কাজে  পথদুর্ঘটনায় মৃত্যু হয় ওই যুবকের।  মৃত্যু হলেও টাকার অভাবে ভিনরাজ্যেই আটকে  মৃতদেহ। মৃতদেহ ফিরিয়ে আনতে সরকারি সাহায্যের দিকেই তাকিয়ে পরিবার প্রতিবেশিরা।

পরিবার সুত্রে জানা গিয়েছে দু’বছর আগে সংসার চালাতে কেরলে পাড়ি  দিয়েছিলেন  বছর ১৮ ইমন সেখ। সেখানে গাড়ির হেল্পারের কাজ করতেন ওই যুবক ।  ১৯শে নভেম্বর গাড়ি  বিদ্যুতের খুঁটিতে  ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে  শুক্রবার সেখানেই তাঁর মৃত্যু হয়।

মৃত্যুর দুদিন পেরিয়ে গেলেও টাকার অভাবে সেই দেহ নিজের বাড়িতে ফিরিয়ে আনতে পারেনি পরিবার। এলাকার বাসিন্দারা চাঁদা তুলে তা ফিরিয়ে আনার চেষ্টা করলেও সফল হননি। এখন দেহ ফেরাতে সরকারি সাহায্যের দিকেই তাকিয়ে ইমন সেখের পরিবার।

ভিনরাজ্য থেকে মৃতদেহ ফিরুক গ্রামে চাইছে যুবকের  পরিবার ।সাহেবনগরের এক যুবকের। মৃত্যু হলেও টাকার অভাবে ভিনরাজ্যেই আটকে তাঁর মৃতদেহ, মৃতদেহ ফিরিয়ে আনতে সরকারি সাহায্যের দিকেই তাকিয়ে পরিবার প্রতিবেশিরা।