কেমন হচ্ছে পড়ুয়াদের টিকাকরণ ? খতিয়ে দেখতে কান্দিতে জেলা শাসক

Published By: Madhyabanga News | Published On:

করোনা সংক্রমণ রুখতে জেলা জুড়ে চলছে  ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ । বৃহস্পতিবার কান্দি রাজা মনীন্দ্রচন্দ্র গার্লস হাইস্কুলে ছোটদের করোনা টিকাকরণ কর্মসূচি চলে। টিকাকরণ কেন্দ্রে পরিদর্শনে গেলেন  জেলা শাসক শরদ কুমার দ্বিবেদী।

শৃঙ্খলাবদ্ধ ভাবে সমস্ত গাইডলাইন মেনে টিকাকরণ চলছে কিনা খতিয়ে দেখেন জেলা শাসক। পরিদর্শনের পর কান্দি মহকুমায় টিকাকরণ প্রক্রিয়া নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন  জেলা শাসক।
মুর্শিদাবাদ জেলা শাসক ,  স্বাস্থ্য আধিকারিক, পুলিশ- প্রশাসনের আধিকারিক, পৌর প্রশাসকের উপস্থিতিতে এসডিও অফিসে পর্যালোচনা বৈঠকও  হয় । এর পাশাপাশি করোনা সংক্রমণ নিয়ে জেলা শাসক জানান, জেলায় হাসপাতালগুলিতে পর্যাপ্ত সংখ্যক বেড রয়েছে। সংক্রমণ রেট বেশি থাকলেও হাসপাতালে ভর্তির হওয়ার প্রবণতা কম। কান্দি পৌর এলাকাতেও সংক্রমণ বেড়েছে। সতর্কতা জরুরি।