আমাদের বহরমপুরের মানুষের কাছে ভৈরব মানে একটা ইমোশন | দূর্গা পুজো বা কালী পুজো নিয়ে একটা অপেক্ষা সবার থাকে |বহরমপুর ভৈরব পুজো নিয়ে যতনা উন্মাদনা থাকে সকলের মধ্যে, বিসর্জন নিয়ে তাঁর চেয়ে বেশি উন্মাদনা থাকে | লিখলেন সৌরভ সিনহা। সৌরভ বহরমপুরের বাসিন্দা।
আমাদের বহরমপুরের মানুষের কাছে ভৈরব মানে একটা ইমোশন | দূর্গা পুজো বা কালী পুজো নিয়ে একটা অপেক্ষা সবার থাকে |বহরমপুর ভৈরব পুজো নিয়ে যতনা উন্মাদনা থাকে সকলের মধ্যে, বিসর্জন নিয়ে তাঁর চেয়ে বেশি উন্মাদনা থাকে | সত্যি বলতে বহরমপুর এ যত ভৈরব পুজো হয় এতো দূর্গা পুজো বোধহয় অন্য কোথাও হয় না | আমার বড়ো হয়ে ওঠা খাগড়া অঞ্চলে | আর এই খাগড়া অঞ্চল কে অনেকেই বনেদি পাড়া বলে থাকেন | আর আমাদের অঞ্চলের ভৈরব এ বছর ১৪৪ বছরে পা দিলো | আমাদের তিন পুরুষ ধরে দেখে আসা এই পুজোর সাথে অনেক আবেগ জড়িয়ে রয়েছে |
ছোট বেলায় মনে আছে ভৈরব বিসর্জনের সময় আমরাও ঐ প্রসেসনে হেঁটেছি |মনে পড়ে ঐ বিশাল লাইনে হাঁটতে হাঁটতে অনেকে বাতাসা ছেটায় |কখনো তা মাথায় এসে লাগতো বা সরাসরি পকেটে এসে ঢুকতো | সে এক মজার সময় | এর পাশাপাশি আরও মনে পড়ে ঐ লম্বা লাইনে কত ইশারা, কত প্রেম হতো |
এরপর যখন একটু বড়ো হলাম তখন বিসর্জনের ঐ লম্বা লাইন দেখতে ভালো লাগতো |আগেই বললাম আমাদের বাড়ি গুলো সব পুরোনো বাড়ি | ভৈরব ও আসতো আমরাও এক ছাদ থেকে আরেক ছাদে যেতাম |
এখন তো বহরমপুর জুড়ে ‘বাবা’র ছড়াছড়ি | কোথাও বোল্ডার বাবা, তো কোথাও নিম বাবা, আবার কোথাও বা তেহেলকা বাবা |আগে ভৈরব তলা ঘাটের ভৈরব বাবার পুজো ঘিরেই এতো উচ্ছাস দেখা যেত |যদিও আজও তা একই রকম আছে | তবে আমার দেখা ভৈরব আজ অনেকটাই বদলেছে | যেমন আগে ভৈরব এর উচ্চতা অনেক বড়ো হতো | কাঁধে করে নিয়ে যাওয়া হতো | কাঁধে করে ভৈরব নিয়ে যেতে গিয়ে একবার একটা ছোট দুর্ঘটনা ঘটে |তারপর ধীরে ধীরে মন্দির তৈরী হলো |ভৈরব এর উচ্চতাও নির্দিষ্ট হলো | আমাদের ভৈরবতলা ঘাটের ভৈরব এর বিশেষত্ব হলো, বাবার গায়ের বর্ণ হাল্কা নীলাভ আভা আর ঢুলু ঢুলু চোখ | ঠিক যেন ভেতো বাঙালী পুরুষের সুন্দর প্রতিচ্ছবি | ভৈরব নিয়ে বলতে গেলে কথা ফুরবে না |শুধু আমি কেন আমার মতন অনেক মানুষেরই এই ভৈরব ভীষণ আবেগের জায়গা |
তবে বর্তমান পরিস্থিতির কারণে যতোটা ভিড় আগে দেখতাম গত দু বছরে অনেক কম দেখেছি | এ বছর শুনেছি কোনো রকমের প্রসেসন করতে দেওয়া হবে না বলে কেস করা হয়েছে |কে বা কারা করেছেন জানিনা | আশাকরি এ বছরেও জেলা প্রশাসন ও পুলিশ এই ভিড় নিয়ন্ত্রণে বিশেষ সহযোগীতা করবেন বরাবরের মতোই|
মতামত লেখকের নিজস্ব