কেমন আছে নিমতিতা রাজবাড়ি ? ‘জলসাঘর’এর জরাজীর্ণ  রাজবাড়িতে পুজোর সময় জমে ওঠে ভিড়

Published By: Madhyabanga News | Published On:

এখানেই সিনেমার শুটিং করেছেন সত্যজিৎ রায়। সত্যজিৎ’এর ‘জলসঘর’ ছবির পর থেকে রাজবাড়ি বলে পরিচয় পায়  মুর্শিদাবাদের নিমতিতা গ্রামের জমিদার চৌধুরী পরিবারের বসতবাড়ি ‘নিমতিতা ভবন। জলসাঘরের পরেও এই বাড়িতে ফিরে এসেছেন সত্যজিৎ। নিমতিতায় ‘দেবী’ এবং ‘তিনকন্যা’ সিনেমারও  শুটিং করেন তিনি । সেই বাড়ি এখন আরো জরাজীর্ণ।

পুজোর সময় রাজবাড়ি দেখতে ভিড় করেন মানুষ। ছবিঃ মেহেদী হাসান

নেই কোন রক্ষাণাবেক্ষণ। বিভিন্ন জায়গায় খসে পড়ছে চাঙর। ইতিহাসের সাক্ষী রাজবাড়ি আজ অবহেলিত। তাও পুজোর ছুটিতে কিছুটা সময় কাটাতে নিমতিতা রাজবাড়িতে ভিড় করছেন মানুষ।

প্রায় সাড়ে তিনশ বছর আগে তৈরি হয়েছিল এই রাজবাড়ি । একসময় এই বাড়ির রাজ প্রাঙ্গণে জমে উঠত নাটকে আসর । শিশির কুমার ভাদুরী থেকে ক্ষীরোদা প্রসাদ, বিদ্যাবিনোদের  নাটক মঞ্চস্থ হত এই রাজবাড়িতে। পুজোর সময় চলত  যাত্রা, পালাগান, মেলা। সেসব এখন শুধুই অতীত।

নিমতিতা রাজবাড়ি। ছবিঃ মেহেদী হাসান

 

স্থানীয় মানুষের দাবি, এই বাড়িকে পর্যটনের কেন্দ্র হিসেবে ঘোষণা করা হোক। অর্থ বরাদ্দ করুক রাজ্য, কেন্দ্রের সরকার। তবেই রক্ষা পাবে ইতিহাসের সাক্ষী নিমতিতা রাজবাড়ি।