
মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ২৬ এপ্রিলঃ তৃণমূলের অভিযোগ, নেতার বাড়ি আক্রান্ত কেন্দ্রীয় বাহিনীর হামলায়। সকালে হামলার অভিযোগের পর দুপুরে দলীয় নেতার বাড়ি যেতেই ‘গো ব্যাক’ স্লোগান উঠল খোদ তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি আবু তাহের খানের বিরুদ্ধে। আবু তাহের খান ওই এলাকার নির্বাচিত সাংসদও।
এদিন দুপুরে আবু তাহের খান রানিনগরে যুব তৃণমূল সভাপতি মিজান সেখের বাড়িতে যাচ্ছিলেন। সেই সময় তিনি গাড়ি থেকে নামতেই তাঁকে উদ্দ্যেশ্য করে গো ব্যাক স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মীরা । নেতার বাড়ি যাওয়া হয়ে ওঠেনি তাহেরর । রীতিমতো ক্ষোভ উগড়ে দেন দলের কর্মীরা ।

যদিও এই ঘটনায় কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি জেলা তৃণমূল সভাপতির। ঘটনাকে ঘিরে কার্যত অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস শিবির। আবু তাহের খান এবং সৌমিক হোসেনের পুরোনো রেষারেষিকেই এই ঘটনার কারণ হিসেবে দেখছেন রাজনৈতিক মহল।















