
মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ২৯ এপ্রিলঃ কেন্দ্রীয় বাহিনী অসযোগিতা করছে। ভোটের দিন অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি আবু তাহের খান। বিভিন্ন স্থানে স্থানীয় পুলিশ প্রশাসনের কাজ নিয়েও ক্ষোভ জানান আবু তাহের খান।
বিভিন্ন থানায় ওসি’রা সক্রিয় কর্মীদের নিয়ে এসে বসিয়ে রাখছেন বলে জানান তিনি। তাহের বলেন, কেন্দ্রীয় বাহিনী বুথে বুথে ত্রাস চালাচ্ছে। ভোটারদের সাথে দুর্ব্যবহার করছে। ‘কম্পানিয়ন’ ভোটারের সুবিধা থেকে অনেক ভোটারকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ তাহেরে। তবে, নিজের দলের ফল নিয়ে আশাবাদী তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি।

আবু তাহের খান বলেন, খেলা হচ্ছে। শান্তিপূর্ণ খেলা হচ্ছে। ডোমকলে ব্যতিক্রমি ঘটনা ঘটেছে। বড়ঞয় কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে; বাকি সব জায়গায় শান্তিপূর্ণ ভাবেই ভোট হচ্ছে।















