নূরানি সুন্দরী বা কাশ্মীরি আপেল কুলের এই লাভজনক প্রজাতি আশার আলো জাগাচ্ছে ডোমকলের হাবিবুর রহমানকে। আপেল কুল চাষী হাবিবুর রহমান জানান, নতুন কিছু করতেই আপেল কুল চাষ শুরু ব্যাস, তারপর আর পেছনে তাকাননি। চৈত্র মাসে চারা কিনে দুই বিঘা জমিতে লাগিয়ে ফেলেন। পরিচর্যার পর আজ বাগান ভরেছে লাল লাল আপেল কুলে। গাছে গাছে ভর্তি আপেল কুল। এই কুল চাষ করে উপার্জনের পথ খুঁজে পেয়েছেন হাবিবুর।
ডোমকলের গরিবপুর, জিতপুর, সারাংপুরের পাশাপাশি ইসলামটুলি এলাকার বেশ কিছু জমিতে এবার কুল চাষ হয়েছে। কুলের ভারেই ভেঙে যাচ্ছে গাছের ডাল। প্রথমবার চাষ কর এত ফলন দেখে নিজেও হতবাক হাবিবুর রহমান। কুল বাজারে বিক্রি করে ভালো ফলের আশা কুল চাষীর। গ্রামের আর পাঁচজন যুবকও কুল চাষে উৎসাহ পাচ্ছেন হাবিবুর রহমানকে দেখেই। জমি থেকেই কুল কিনে নিয়ে যাচ্ছেন কুল বিক্রেতারা। সামান্য পরিচার্যা করতে পারলেই হবে লাভ।