কী কী বিধি মানতে হবে জঙ্গিপুর, সামসেরগঞ্জে ভোটে ? ভোট ৩০ সেপ্টেম্বর

Published By: Madhyabanga News | Published On:

৩০ সেপ্টেম্বর ভোট সামসেরগঞ্জ, জঙ্গিপুরে।  ৩ অক্টোবর ভোট  গণনা হবে। ওই দিনই ঘোষণা হবে ফলাফল।জঙ্গিপুর এবং সামসেরগঞ্জ আসনে দুই প্রার্থীর মৃত্যুতে পিছিয়ে  যায় ভোট। নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, সামসেরগঞ্জ এবং জঙ্গিপুর আসনের প্রার্থী এবং রাজনৈতিক দলগুলি আগে প্রচার করার সময় পেয়েছেন ২৯ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত। সেই জন্যই ২০ সেপ্টেম্বর থেকে প্রচার করতে পারবেন তারা।

প্রচারের ক্ষেত্রেও কঠোর বিধি মেনে চলতে হবে। কমিশনের নির্দেশ, ইনডোর প্রচারের ক্ষেত্রে হলের ভিতরে ৩০ শতাংশ লোক নিয়ে সভা করা যাবে। হলের সভার লোকসংখ্যা ২০০ র ভিতর রাখতে হবে।

বাইরে জনসভার ক্ষেত্রে স্টার ক্যাম্পেনার থাকলে ১০০০ জন প্রচারে অংশ নিতে পারবেন। সাধারণ জনসভা ৫০০ জনকে নিয়ে করা যাবে। রোড শোয়ের অনুমতি দেবে না কমিশন।

মেনে চলতে হবে কোভিড বিধি। কোভিড ভ্যাকসিনের দুটি ডোজ পেয়েছেন এরকম ব্যক্তিদেরই নির্বাচনের কাজে ব্যবহার করা হবে।

প্রার্থী, নির্বাচনী এজেন্ট, পোলিং এজেন্ট সকলের জন্যই ভ্যাকসিনের দুটি ডোজ বাধ্যতামূলক।

৪ তারিখ থেকে লাগু হচ্ছে আদর্শ আচরণবিধি।