খড়গ্রামের পাতডাঙায় রক্ষাকালী পুজো উপলক্ষে বার্ষিক অনুষ্ঠানে এলেন বিধায়ক তথা লোকগীতি ও কীর্তন শিল্পী অদিতি মুন্সী । পুজো প্রাঙ্গণে অনুষ্ঠানে অদিতি মুন্সিকে দেখতে ভিড় করেন গ্রামের মানুষজন। অদিতির গানের সুরে ভাসলেন খড়গ্রামের মানুষ।
অনুষ্ঠানের মঞ্চে ছিলেন খড়গ্রামের বিধায়ক আশিয়াস । এদিন মূলত কীর্তন সঙ্গীত পরিবেশন করেন অদিতি মুন্সি। বিধায়ক হিসেবে পরিচিতির আগে থেকেই গ্রাম বাংলায় লোকগান ও কীর্তনের মাধ্যমে জনপ্রিয় হন অদিতি। খড়গ্রামে এসে সকলের উপস্থিতি দেখে আপ্লুত বললেন সঙ্গীত শিল্পী।