নিজস্ব প্রতিবেদন: কিশোরের আত্মহত্যায় শোকের ছায়া গ্রাম জুড়ে। শনিবার সকালে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের নমো চাচন্ডের মাটগাব্বা এলাকায় বছর ১৩ র এক কিশোরের অকাল মৃত্যুতে চাঞ্চল্য ছড়ায়। পরিবার সূত্রে জানা যায়, বাড়ির পাশেই বাগানে খেলা করছিল সপ্তম শ্রেণীর ঐ ছাত্র। খেলতে খেলতে বাড়ি আসার পর- ঘরে যায়। ঘরের ভেতর কোন সারাশব্দ না পেয়ে ডাকাডাকি শুরু করে মা বাবা, এরপর দেখা যায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে। সঙ্গে সঙ্গে উদ্ধার করে স্থানীয় অনুপনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। কিন্তু তাতেও বাঁচানো যায় নি। মৃত্যু হয় কিশোরের। ঘটনায় কান্নায় ভেঙে পরেন মৃতের আত্মীয় সজনেরা। কোন ঝামেলা, মান অভিমান ছিল না, কিন্তু কি কারনে এই পথ বেছে নিল কিশোর- ধোঁয়াশায় গোটা পরিবার।