এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

কাশ্মীরে তৈরি হচ্ছে জঙ্গী, দায়ী সরকার, তোপ অধীরের- বিমানঘাটিতে ড্রোন হানা- Jammu and Kashmir Drone Attack

Published on: June 27, 2021

জম্মুতে (JAMMU)   বিমানঘাটিতে ড্রোন হানা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। বহরমপুরে অধীর বলেন, “আগে পাকিস্তান থেকে বিদেশি অনুপ্রবেশকারীরা এসে বিদেশি সন্ত্রাসবাদীরা এসে কাশ্মীরে হামলা করত এখন স্থানীয় স্তরে জঙ্গি তৈরী হচ্ছে কাশ্মীরে”।

 

অধীর আরও বলেন, “আমরা  বলেছিলাম রাজনৈতিক প্রক্রিয়া ভেঙে দিও না সবাইকে জঙ্গি বানিয়ে দিও না। আজকে বিজেপি BJP পার্টির বিজেপি সরকারের এনডিএ সরকারের ব্যার্থতা তাই কাশ্মীর KASHMIR  আজও অশান্ত , শুধু কাশ্মীর নয় জম্মুতে JAMMU  আজকে হামলা কতবড় ভয়ঙ্কর ব্যাপার, এই হামলা দৌড়েন মাধ্যমে হামলা মানে আমাদের নিরাপত্তা কতবড় ভঙ্গুর , নিরাপত্তা যে সতছিদ্র হয়ে গেছে এগুলো তার প্রমান।”

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now