কাল রেজাল্ট উচ্চমাধ্যমিকের, নম্বর জানবেন কীভাবে WB HS Result 2022

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ  উচ্চমাধ্যমিক শিক্ষাসংসদ অনুযায়ী আগামী ১০ ই জুন বেলা ১১ টায় প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফলাফল। সংসদ সূত্রে জানা যাচ্ছে পরীক্ষা শেষের ৪৩ দিনের মাথায় ফলাফল প্রকাশ করা হচ্ছে। এবছরের উচ্চমাধ্যমিক শুরু হয়েছিল ২ রা এপ্রিল ২০২২, শেষ হয় ২৭ শে এপ্রিল ২০২২। আনুষ্ঠানিক ভাবে উচ্চমাধ্যমিকের মেধা তালিকা ঘোষণার পরে পরীক্ষার্থীরা ওয়েবসাইট এর মাধ্যমে এবং SMS এর মাধ্যমে ফলাফল জানতে পারবেন।

কোন কোন ওয়েবসাইটে ফলাফল জানা যাবে সেই তথ্য দেওয়া হলো –

১) www.wbchse.nic.in
২)www.wbresults.nic.in
৩)www.indiaresults.com
৪)www.technoindiagrouo.com
৫)www.abpananda.abplive.in/hsresults

এছাড়াও SMS এর মাধ্যমে ও ফলাফল জানা যাবে । আপনি আপনার মোবাইলের মেসেজ ইনবক্সে নতুন মেসেজে গিয়ে লিখুন WB12 <space> আপনার roll number লিখে send করুন 56070 অথবা 5676750 এই নম্বরে । কিছুক্ষণ পরে আপনার রেজাল্ট মেসেজ এর মাধ্যমে চলে আসবে।

এছাড়াও সংসদ সূত্রে জানা যাচ্ছে WBCHSE RESULT 2022 এই APP এর মাধ্যমেও আপনি আপনার রেজাল্ট জানতে পারবেন। ১০ই জুন বেলা ১১টায় আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশের পর বেলা ১২ টা টা থেকে পরীক্ষার্থীরা ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানতে পারবেন। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হোম সেন্টারে হলেও, অন্যান্যবারের মতো সমস্ত নিয়ম মেনেই সংসদ উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা করবে।