কালো ব্যাজ পরেই চিকিৎসা করলেন মেডিক্যাল কলেজের চিকিৎসকরা

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ৬জুনঃ ‘সেভ দ্য সেভিয়ারস’ স্লোগানকে সামনে রেখে কালো ব্যাজ পরে প্রতিবাদ জানালেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের চিকিৎসকরা।  হাঁটলেন প্রতিবাদ মিছিলে।  শুক্রবার দেশজুড়ে  ন্যাশনাল প্রোটেস্ট ডে’ পালন করে ইন্ডিয়ান   মেডিক্যাল অ্যাসোসিয়েশন (IMA)  । বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরেও বিক্ষোভ কর্মসূচি পালিত হল। মূলত ‘ সেভ দ্য সেভিয়ারস’ এই  দাবীকেই তুলে ধরা হল। স্লোগান দিয়ে কালো ব্যাজ পরে হাসপাতাল চত্বরে বিক্ষোভ মিছিল হয় চিকিৎসকদের।

সেভ দ্য সেভিয়ারসের অর্থাৎ- চিকিৎসক নিগ্রহের প্রতিবাদ। বহু সময় বহু জায়গায় চিকিৎসকদের আক্রান্ত হওয়ার খবর সামনে আসে। প্রশ্ন ওঠে চিকিৎসকদের নিরাপত্তা নিয়েও। কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবী সুনিশ্চিত করার জন্যই অবিজ্ঞানকে দূরে সরিয়ে আধুনিক চিকিৎসা পদ্ধতিকে প্রতিষ্ঠা করার লক্ষেই সারা দেশ, সারা রাজ্যের সাথে বিক্ষোভ কর্মসূচি পালিত হল আই এম এ বহরমপুর শাখার তরফে। একযোগে প্রতিবাদ বিক্ষোভে শামিল হন সমস্ত চিকিৎসক । মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এম এস ভি পি, অধ্যক্ষের উপস্থিতিতে ৩০০ জন চিকিৎসক সদস্য এদিনের বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহন করেন। এদিন কালো ব্যাজ পরেই চিকিৎসা করে চিকিৎসকরা। কালো ব্যাজ পরিধান করেন স্বাস্থ্য কর্মীরাও।

ইতিমধ্যেই আই এম এ বঙ্গীয় শাখার উদ্যোগে চিকিৎসক নিগ্রহের ঘটনা ঘটলে তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে ১৮০৮৩৩৩ ২২১ এই ফ্রি হেল্প লাইন নম্বর চালু হয়েছে।