কার বাড়ি কে পায় ? দুর্নীতির অভিযোগ ডোমকলে

Published By: Madhyabanga News | Published On:

সরকারি প্রকল্পে বাড়ি পাওয়ার কথা গরীব মানুষের। কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা দেখে অবাক গ্রামের মানুষ। অভিযোগ,  তালিকায় নাম নেই গরীব মানুষের। তালিকায় চাঞ্চল্য ডোমকলের ৫ নম্বর সারাংপুর গ্রাম পঞ্চায়েতের  বাটিকামারি গ্রামে। সোমবার ডোমকলের ৫ নম্বর সারাংপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাটিকামারি গ্রামের বাসিন্দারা একজোট হয়ে বিডিওর কাছে অভিযোগ জানান। গ্রামবাসীদের দাবি, পঞ্চায়েতের তালিকায় ৯৭ জন উপভোক্তার নাম রয়েছে। অথচ যারা ঘর পাওয়ার যোগ্য তাদের নাম তালিকায় নেই। পুনরায় তদন্তের দাবি জানানো হয়।

গ্রামবাসীরা লিখিত অভিযোগে স্পষ্ট জানান, ঘর পাওয়ার জন্য প্রকাশিত তালিকা গ্রামের মেম্বার ও পঞ্চায়েত কর্মী রেজাউল করিম ঘরে বসে নিজেদের মধ্যে ইচ্ছামতো তালিকা তৈরি করেছেন। এবং তাতেই ঘর বাড়ি থাকলেও প্রভাবশালী লোকেদের একই বাড়িতে প্রতিটি ব্যক্তির নাম প্রকাশ হয়েছে।

যদিও সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কোন প্রতিক্রিয়া মেলেনি অভিযুক্ত পঞ্চায়েত কর্মীর ।
অভিযোগকারীদের অভিযোগ খতিয়ে দেখে তদন্তের আশ্বাস দেন ডোমকল ব্লকের  বিডিও।