নিজস্ব প্রতিবেদনঃ কান্দী মহকুমা কংগ্রেসের পক্ষ থেকে মঙ্গলবার কান্দী মহকুমা হাসপাতালের সুপারকে ২২ দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন দেওয়া হল। উপস্থিত ছিলেন কান্দীর বিধায়ক শফিউল আলম খান ও মুর্শিদাবাদ জেলা যুব কংগ্রেস সভাপতি নরোত্তম সিংহ ও স্থানীয় নেতৃত্ব। এদিন মিছিল করে হাসপাতালে যান কংগ্রেস নেতা কর্মীরা। মূলত, উপযুক্ত কারণ ছাড়া হঠাৎ করে রোগীকে স্থানান্তর বন্ধ করা, হাসপাতাল চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, রক্ত নিয়ে দালালি বন্ধ করা সহ একাধিক ইস্যুকে তুলে ধরা হয় হাসপাতাল সুপারের কাছে।
কান্দী মহকুমা হাসপাতাল সুপার মহেন্দ্র মান্ডি বলেন, দাবি দাবা গুলি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে।