নিজস্ব প্রতিবেদনঃ শনিবার লকডাউনে এই ছবি কান্দী শহরের। সকাল থেকেই কান্দী থানার আই.সি. সহ পুলিশ কর্মীরা পথে নেমেছেন। কান্দী বাসস্ট্যান্ড চত্বর, সব্জি বাজার এলাকা, হসপিটাল মোড়, থানার মোড় সহ জনবহুল এলাকায় টহলদারি চালায় কান্দী থানার পুলিশ। যদিও এদিন কান্দী শহরের পথ ঘাট থাকে ফাঁকা। তবুও জরুরী কাজে কাউকে বাইরে দেখলে তৎক্ষনাথ বাড়ি যেতে বলা হয় পুলিশের তরফে। পণ্যবাহী গাড়ি দাড় করিয়েও চলে জিজ্ঞাসাবাদ। সাপ্তাহিক লকডাউনের দ্বিতীয় দিনে দিনভর কান্দী শহরে এভাবেই নজরদারি চলে পুলিশের।
কান্দী থেকে রবীন্দ্রনাথ কৈবর্তের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউস।