কান্দী মহকুমা হাসপাতালের পরিসেবায় উদ্বিগ্ন সভাধিপতি থেকে স্বাস্থ্যকর্তারা

Published By: Madhyabanga News | Published On:

        রবীন্দ্রনাথ কৈবর্ত্ত : কান্দী ১লা নভেম্বর –  মানুষের হাসপাতালে বহাল তবিয়তে আশ্রয় নিয়েছে গরী,ভেড়া, ছাগলের দল। বুধবার দুপুরে মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি, কান্দী ব্লকের বিডিও, পুর কাউন্সিলারদের  সাথে নিয়ে কান্দি মহকুমা হাসপাতালে পরিদর্শনে গিয়ে হতবাক মুর্শিদাবাদ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: নিরুপম বিশ্বাসওসরকারি হাসপাতালের এই করুন দশার থেকে হাসপাতালের হাল ফেরাতে স্বাস্থ্য ভবনে রিপোর্ট  পাঠানোর আশ্বাস তার। মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা হাসপাতালের বর্তমান পরিস্থিতি ঠিক কোন পর্যায়ে, তা সরেজমিনে খতিয়ে দেখলেন জেলা পরিষদ সভাধিপতি বৈদ্যনাথ দাস । জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিরুপম বিশ্বাসও উপস্থিত ছিলেন এদিন তার সাথো।। এদিন তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের সাথে কথা বলেন জেলার বিভিন্ন হাসপাতালেই স্বাস্থ্য ব্যবস্থা খতিয়ে দেখা হবে বলেই জানান সভাধিপতি বৈদ্যনাথ দাস। তিনি স্বীকার করেন  কান্দি হাসপাতালে চড়ে বেড়াচ্ছে গরু ভেড়া,ছাগল।  হাল ফেরাতে সরকারি ভাবে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস তার। 

                  এর পর  হাসপাতালের রান্না ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা ও খাবারের গুনগত মান যাচাই করলেন সভাধিপতি ও  মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিরুপম বিশ্বাস। যদিও, মানুষের হাসপাতালে পশুদের বাস নিয়ে উদ্বেগ প্রকাশ করলে তিনি। জানান এই হাসপাতালে কিছু সমস্যা রয়েছে। চতুর্থ শ্রেণীর কর্মী,  সুইপার না থাকায় অপরিছন্ন রয়েছে হাসপাতাল চত্বর। এছাড়াও চিকিৎসকের সংখ্যাও কম। এই সমস্ত তথ্যগুলি স্বাস্থ্য ভবনে জানানো হবে। দ্রুত সমাধানের চেষ্টা চলছে।