মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ২৫ নভেম্বরঃ বুধবার কান্দীতে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সভায় যোগ দিচ্ছে কারা ? সেই নিয়েই জোর চর্চা রাজনৈতিক মহলে।
বুধবার দুপুরে কান্দী আসছেন দিলীপ ঘোষ। ২১ এর বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করেছে সব দল । এর মধ্যেই দিলীপ ঘোষের সভার মাধ্যমে  জেলায় দলের সংগঠন বাড়াতে চাইছে জেলা বিজেপি। মুর্শিদাবাদে দলের সাংগঠনিক  অবস্থা যে বিশেষ ভালো নয় সেকথা উঠে এসেছে দলের বৈঠকেও। তবে দলের কর্মী সমর্থরা রাজ্যে সরকার গড়ার স্বপ্ন দেখুক চাইছে বিজেপি নেতৃত্ব। নতুন বাংলা গড়ার ডাক দিয়ে নিয়ম করেই টুইট করছেন দিলীপ ঘোষ। মুর্শিদাবাদে এসে দিলীপ কী বলেন, শুনতে চাইছে রাজনৈতিক মহল।
প্রতি সভাতেই অন্য দল থেকে নেতা কর্মীদের নিজেদের দলে যোগদান করাচ্ছেন বিজেপি নেতারা। কান্দীর সভায় কারা যোগদান করেন, আদৌ কেউ যোগদান করেন কিনা ; সেই দিকেই চোখ সব মহলের।
কান্দীতে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল এবং শুভেন্দু অধিকারীকে নিয়ে তৃণমূলের অভ্যন্তরে দ্বন্দ্বকেই নিজেদের শক্তি বাড়াতে ব্যবহার করতে চাইছে বিজেপি নেতার।
ভাঙন রুখতে সচেষ্ট হয়েছে তৃণমূল কংগ্রেস শিবিরও।
বুধবার দুপুরে কান্দী বিশ্রামতলা থেকে মিছিল করবেন দিলীপ ঘোষ। বাসস্ট্যান্ড লাগোয়া পাখমারা ডোবে হবে সভা। সেই সভায় অপেক্ষা করছে কোন চমক ? সকলের  নজর থাকছে সেই দিকেই । 
কান্দীতে দিলীপের সভায় যোগ দিচ্ছেন কারা ?
		
        Published By: Madhyabanga News | 
		Published On:
	
       			 
			 
					