এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

কান্দীতে উল্টে গেল শববাহী গাড়ি ! আহত অনেকে

Published on: August 1, 2021

শনিবার রাতে কান্দির ঘনশ্যামপুর গ্রামে শববাহী গাড়ি উল্টে জখম হলেন ১২জন। বড়ঞা থানার বিপ্রেশেখর গ্রাম পঞ্চায়েতের বেলগ্রামের ছোটকাপসা এলাকা থেকে বহরমপুর শবদাহ নিয়ে যাচ্ছিল পরিবারের সদস্যরা পথে কান্দি থানার ঘনশ্যামপুর এলাকায় রাস্তার উপর উল্টে যায় ছোট গাড়ি, জখম হলেন প্রায় ১২জন। আহত হন চালক ও খালাসি সহ পরিবারের সদস্যরা ।গুরুতর জখম অবস্থায় সকলকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে চিকিৎসা জন্য।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কান্দি থানার পুলিশ, আহতদের উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসা জন্য।জখম ব্যাক্তিদের অভিযোগ মদ্যপ অবস্থায় গাড়ি চালনোর কারনেই এই দুর্ঘটনা।
বাইট-বেনু ধীবর, আহত

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now