এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

কান্দীতেও প্রার্থী নিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের

Published on: March 19, 2021

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ ১৯ মার্চঃ  বিজেপি’র প্রার্থী বদল চেয়ে কান্দীতে আগুন জ্বালালেন বিজেপি কর্মীরা। বিজেপি অফিসে পড়ল তালা।   মুর্শিদাবাদে সাগরদিঘির পর এবার কান্দীতে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা।

বৃহস্পতিবার কান্দীতে বিজেপি প্রার্থী হিসেবে ঘোষণা হয় গৌতম রায়ের নাম।  ২০১৯’এর উপনির্বাচনে এই কেন্দ্রেই তৃণমূল কংগ্রেসের হয় প্রার্থী হয়েছিলেন গৌতম রায়। ছিলেন কান্দী পৌরসভার চেয়ারম্যানও। গৌতমই ছিলেন অপূর্ব সরকারের পর সেকেন্ড ইন কমান্ড। দল বদলে কিছুদিন আগেই বিজেপি’তে যোগ দেন তিনি।

সেই গৌতমকে প্রার্থী হিসেবে মানতে নারাজ কান্দীর বিজেপি নেতা কর্মীদের একাংশ।শুক্রবার ক্ষুব্ধ বিজেপি কর্মীরা কান্দী টাউন বিজেপি সভানেত্রী বিনীতা রায়ের বাড়ি ঘেরাও করে স্লোগান তুলে বিক্ষোভ দেখান । প্রার্থী বদলের দাবীতে  জেলা নেতৃত্বের কাছে দরবারও করেছেন   মণ্ডল সভাপতি, কার্যকর্তারা।

কর্মীদের বিক্ষোভ প্রসঙ্গে বিজেপি প্রার্থী গৌতম রায় অবশ্য বলেন, সকলকে সাথে নিয়েই কাজ করবো।  এই সমস্যা মিটে যাবে।

শুক্রবার সকাল থেকেই কান্দীতে ছিল উত্তেজনা। দিনভর বিক্ষোভের পর সন্ধেয় দলের অফিসে তালা মেরে অফিসের সামনে আগুন জ্বালালেন বিজেপি কর্মীরা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now