
মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ২৮ এপ্রিলঃ রাত পোহালেই ভোট। প্রস্তুতি চলছে ডিসিআরসি’তে। এর মাঝেই কান্দি DCRC তে অসুস্থ হয়ে পড়লেন ভরতপুর বিধানসভা কেন্দ্রের এক ভোট কর্মী ।
ওই ভোট কর্মীকে চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা করার পর ভর্তি করা হয় কান্দি মহকুমা হাসপাতালে
জানা যায়, ভোট কর্মীর নাম বিনোদ কুমার মণ্ডল। ডি সি আর সি তে ব্যস্ততা থাকে ভোট কর্মীদের। সকাল থেকেই শুরু হয় বিভিন্ন সরঞ্জাম বণ্টন। সেই কাজ চলাকালীন অসুস্থ বোধ করেন বিনোদ কুমার মণ্ডল।

পৌঁছান দায়িত্বে থাকা চিকিৎসক । প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকের অনুমান, জ্বর ছিল ভোটকর্মীর । প্রখর রোদ গরমেই সানস্ট্রোক হয়েছে।
ঘটনায় উব্দিগ্ন হয়ে পড়েন ভোটকর্মীরা।















