কান্দি-সাইথিয়া রাজ্য সড়কে রাস্তা সংস্কারের দাবিতে বেসরকারী বাস চলাচল বন্ধ

Published By: Madhyabanga News | Published On:

রবীন্দ্রনাথ কৈবর্ত্ত ২৪ শে অক্টোবর – খানাখন্দে ভরা রাস্তা, তার উপর ওভার লোড গাড়ির দৌরাত্ম। ফলে হামেশাই দুর্ঘটনার কবলে পড়ছে যাত্রী বোঝাই বাস। রাস্তা সংস্কারের দাবিতে মঙ্গলবার থেকে কান্দি- সাইথিয়া রাজ্য সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত বাস মালিক সংগঠনের।

কান্দি থেকে সাইথিয়া যাওয়ার পথে প্রায় ৩০ কিমি রাস্তার বেহাল দশা। প্রতিদিন এই রুটে ৩৫ টি বাস চলাচল করে। খানাখন্দে ভরা রাস্তা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে নিত্য যাতায়াত করতে বাধ্য হন মোটরবাইক থেকে সাইকেল আরোহী। যানজট থেকে দুর্ঘটনা হামেশাই ঘটে। তার উপর অতিরিক্ত মাল বোঝাই গাড়ির দৌরাত্ম।স্থানীয়দের অভিযোগ, অতিরিক্ত মাল বোঝাই গাড়ি চলাচল করায় দিন দিন আরও খারাপ হচ্ছে রাস্তা।  প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও কোন সমাধান হয়নি।

যাত্রী বোঝাই বাস হামেশাই দুর্ঘটনার কবলে পড়ে, ফলে এই রুটে বীরভূম, মুর্শিদাবাদ

জেলার বাস মালিক ও শ্রমিক সংগঠন এর পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল

বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতায়াতের অসুবিধা হলেও যাত্রী সুরক্ষার ক্ষেত্রে এই

ধর্মঘটের সিদ্ধান্ত সাধারন মানুষ সমর্থন করবে বলেই মনে করছেন বাস মালিক সংগঠনের

সদস্যরা।

যান চলাচল বন্ধ থাকায় সাময়িক ভাবে অসুবিধা হলেও এই পদক্ষেপ সমর্থন করছেন এলাকার মানুষজন। তবে রাস্তা সংস্কার হলেও কতদিন টা ঠিক থাকবে টা নিয়েও রয়েছে

সংশয়।