কান্দি রাজ হাইস্কুলকে দশ লক্ষ টাকা আর্থিক সাহায্য প্রাক্তনীর

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ কান্দি রাজ হাইস্কুলে সংস্কারের জন্য এগিয়ে এলেন স্কুলেরই এক প্রাক্তন ছাত্র। ১৯৬৮ সালে কান্দি রাজ হাইস্কুল থেকে পাশ করেন কান্দির বাধাপুকুর এলাকার বাসিন্দা তমাল কান্তি দে। বর্তমানে তিনি কলকাতা হাইকোর্টের আইনজীবী। কান্দি রাজ হাইস্কুল অ্যালুমনি অ্যাসোসিয়েশনের সদস্যপদেও রয়েছেন তিনি।

বর্তমানে বিদ্যালয়ের ভবনের জন্য কিছু অর্থ প্রয়োজন। কৃতি প্রাক্তনী তমাল কান্তি দে সেই খবর পেয়ে তাঁর পুরনো স্কুলের কর্তৃপক্ষের সাথে দেখা করেন। স্কুলের উন্নতি স্বার্থে তিনি ১০ লক্ষ টাকা দান করার প্রতিশ্রুতিও দেন। সেই কথা মতোই গত ২২শে ডিসেম্বর স্কুল কর্তৃপক্ষকে আড়াই লক্ষ টাকা তুলে দেন তিনি। আজ অর্থাৎ ১৭ই ফেব্রুয়ারি স্কুলে এসে আবারও আড়াই লক্ষ টাকা তুলে দিলেন স্কুল কর্তৃপক্ষের হাতে। স্কুলের হাল ফেরাতে প্রাক্তনীরা এগিয়া আশায় খুশি স্কুল কতৃপক্ষও।