কান্দি বহরমপুর রুটে বন্ধ বাস ! হয়রানি যাত্রীদের

Published By: Madhyabanga News | Published On:

রবীন্দ্রনাথ কৈবর্ত্তঃ  কান্দিতে বেরসকারি বাস ধর্মঘটের জেরে ভোগান্তির শিকার যাত্রীরা। বাস ধরতে এসে নাজেহাল হলেন  যাত্রীরা। রণগ্রামে ব্রিজের উপর দিয়ে বাস চলাচলের সময় বাড়ানো সহ একাধিক দাবিতে বুধবার থেকে বাস ধর্মঘটে সামিল বাস মালিকরা । এদিন সকাল থেকে কান্দি বাসস্ট্যান্ড থেকে গড়ায়নি  কোন বাসের চাকা । কান্দি বাসস্ট্যান্ড থেকে দৈনিক প্রায় ১৭০টি বাস চলাচলা করে । কান্দি বহরমপুর রুটের মধ্যে রণগ্রাম ব্রিজের উপর দিয়ে যাত্রী  নিয়ে বাস চলাচলে নিষেধাজ্ঞা জারি রয়েছে এবং সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সেই বাস চলাচলে অনুমতি রয়েছে, কিন্তু বাস মালিক সংগঠন ও বাস কর্মীদের দাবী বাস চলাচলের সময় সন্ধ্যা ৭টার জায়গায় ৮টা করতে হবে ।

বাস মালিকদের দাবি,  অবৈধ গাড়ির দৌরাত্ম  দিনকে দিন যাত্রী সংখ্যা কমছে বাসে এর জেরে গাড়ি চালাতে সমস্যায় পড়তে হচ্ছে। বাস মালিকরা অবশ্য নাম না করেই কান্দি বহরমপুর রুটে  অটো চলাচল বন্ধের দাবি জানিয়েছেন ।  একাধিক দাবিতে এদিন সকাল থেকে বাস ধর্মঘটের ডাক দেয় চারটি শ্রমিক সংগঠন ও দুটি বাস মালিক সংগঠন । এদিন বাস ধর্মঘটের জেরে বাস স্ট্যান্ডে এসে চরম হয়রানির শিকার হন যাত্রীরা। দাবী মানা না হলে আগামী দিনে অনিদিষ্টকালের জন্য বাস ধর্মঘট চলবে বলে দাবী বাস শ্রমিক ও মালিক সংগঠনের প্রতিনিধিরা।