কান্দি পৌরসভাঃ ডেভিডকে সরিয়ে প্রশাসক দেবাশিস ; অভিজ্ঞতার দাম দিল তৃণমূল?

Published By: Madhyabanga News | Published On:

কান্দি পৌরসভার পৌর প্রশাসক হলেন দেবাশিষ চট্টোপাধ্যায়। কান্দির রাজনীতিতে প্রবীণ মুখ। যদিও এতদিন থেকেছেন একটু আড়ালেই।  রাজনীতির ময়দানে পা রাখা ছাত্র জীবন থেকেই। যদিও এই প্রথম কোন প্রশাসনিক দায়িত্ব পেলেন দেবাশিস চট্টোপাধ্যায়।

প্রবীণ এই রাজনীতিককে কান্দি পৌরসভার প্রশাসক পদের দায়িত্ব দিয়েছে রাজ্য সরকার । যে পৌরসভায় এতদিন প্রশাসকের দায়িত্বে ছিলেন অপূর্ব সরকার। বিধায়ক হয়ে গত মে মাসে তিনি ফের প্রশাসক পদে বসেন। তাঁকে সরিয়ে দায়িত্বে এবার দেবাশিস চট্টোপাধ্যায়। দীর্ঘ রাজনৈতিক জীবনে ভরতপুর বিধানসভা কেন্দ্রে দু বার কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি। তৃণমূল জেলা কমিটির সাধারন সম্পাদকের দায়িত্ব সামলেছেন। ২০১৬ সালে বিধানসভা ভোটে বাম-কংগ্রেস জোটের সিদ্ধান্তে হতাশ হয়েই কংগ্রেস ছেড়ে পরবর্তীতে তৃণমূলে আসেন। এরপর পঞ্চায়েত ভোট, কান্দির পৌরসভা ভোটেও তৃণমূলকে জেতাতে গুরুত্বপূর্ণ ভুমিকায় দেখা যায় তাঁকে। এবার কান্দি শহর দেখভালের দায়িত্ব তাঁর কাঁধেই।

পৌর প্রশাসকের দায়িত্বভার গ্রহণের পরেই দেবাশিস চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া, দল তাঁর অপর ভরসা করায় তিনি অত্যন্ত খুশি।

নতুন প্রশাসককে শুভেচ্ছা জানাতে আসছেন অনুগামীরাও। দেবাশিস চট্টোপাধ্যায়কে পৌর প্রশাসক হিসেবে পেয়ে খুশি আপামর কান্দিবাসী।