কান্দি নামে আপত্তি শাখারভের, কর্ণসুবর্ণ নামকরণের দাবি ; উষ্মা মুর্শিদাবাদ নিয়েও

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ নতুন জেলার নামে আপত্তি জানালেন বিজেপি মুর্শিদাবাদ দক্ষিণ জেলার সভাপতি শাখারভ সরকার। ৩ ভাগে ভাগ হচ্ছে মুর্শিদাবাদ জেলা। নতুন জেলা হচ্ছেঃ কান্দি,জঙ্গিপুর। বাকি অংশের নাম থাকছে মুর্শিদাবাদ। এবার জেলার নামকরণ নিয়ে আপত্তি তুললেন বিজেপি নেতা।
শাখারভ বলেন, প্রথমে বহরমপুর নাম বলা হলেও। মুর্শিদাবাদ নাম রেখে দেওয়া হয়েছে। শাখারভ বলেন, ব্রহ্মপুর নাম রাখলে ভালো হতো। তবে কান্দি নামে তীব্র আপত্তি রয়েছে শাখারভের। শাখারভ বুধবার বলেন, কান্দি নামকরণ না করে নতুন জেলার নাম কর্ণসুবর্ণ করা দরকার। কর্ণসুবর্ণ-র ইতিহাসের কথাও মনে করিয়েছেন বিজেপি নেতা। শাখারভের দাবি, কর্ণসুবর্ণ রাজা শশাঙ্কের রাজধানী ছিল। মুর্শিদাবাদ নামের সাথে সঙ্গতি রেখে কান্দিকে শহরকে কেন্দ্র করে গঠিত নতুন জেলার নাম হোক কর্ণসুবর্ণ।