এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

বেপরোয়া চার চাকার ধাক্কা বাইকে , তারপর যা হবার তাই হলো

Published on: October 26, 2022

Madhyabanga News কান্দিতে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু বৃদ্ধার । আহত হয়েছেন বৃদ্ধার ছেলে সহ আরও চারজন। জানা গেছে ছোট চার চাকা গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে প্রথমে একটি যাত্রী বোঝাই টোটো এবং পরে মোটর বাইকে ধাক্কা মারাতেই ঘটে বিপত্তি। ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ। স্থানীয় সুত্রে জানা গিয়েছে মঙ্গলবার সকালে কান্দি সাঁইথিয়া রাজ্য সড়কের উপর যশহরী এলাকায় কান্দি গামী একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে প্রথমে একটি যাত্রী বোঝাই টোটোতে ধাক্কা মারে । এরপরই গাড়িটি মোটর বাইকে ধাক্কা মারে। এই দুঘটনায় মৃত্যু হয় বাইকে থাকা বছর ৬৫ র হাসিনা বানু বিবির। আহতদের উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে মৃত বৃদ্ধার ছেলে সিজয় সেখকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মৃত বৃদ্ধা বড়ঞার বেলডাঙার বাসিন্দা । এদিন কান্দিতে ডাক্তার দেখিয়ে ছেলের সাথে বাইকে করে বাড়ি ফেরার পথেই ঘটে যায় দুর্ঘটনা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now