এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

কান্দিতে ফের চালু রেল রিজার্ভেশন কাউন্টার, ক্রেডিট কার ?

Published on: February 2, 2023

রবীন্দ্রনাথ কৈবর্ত্তঃ  শুক্রবার থেকে ফের চালু হচ্ছে কান্দিতে রেলের রিজার্ভেশন কাউন্টার। দীর্ঘদিন ধরে বন্ধ ছিল কান্দীর  এই রেলের রিজার্ভেশন কাউন্টার । এর জেরে রেলের টিকিট কাটতে সমস্যায় পড়তে হচ্ছিল কান্দির বাসিন্দাদের। সমস্যা সমাধানে কান্দি পৌরসভা ও বিধায়ক অপূর্ব সরকারের পক্ষ থেকে ২৭শে জানুয়ারি রেল দফতর কে চিঠিও দেওয়া  হয়। পাশাপাশি ৩১শে জানুয়ারী সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর পক্ষ থেকেও চিঠি পাঠানো  হয়। বৃহস্পতিবার রেলের তরফে কান্দি পৌরসভাকে জানান হয় আগামী শুক্রবার থেকে চালু হবে এই টিকিট কাউন্টার । যদিও এই রেলের রিজার্ভেশন কাউন্টার চালু নিয়ে শুরু হয়েছে কৃতিত্বের লড়াই। পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক দাবি করেছেন,  পৌরসভার  চিঠির জেরেই চালু হচ্ছে এই টিকিট কাউন্টার। যদিও কান্দীর  কংগ্রেস নেতা নরোত্তম সিংহের দাবি,   পৌরসভা বা বিধায়কের চিঠির জেরে নয়,  সাংসদ অধীর চৌধুরীর উদ্যোগেই চালু হচ্ছে বন্ধ হয়ে যাওয়া কান্দির এই টিকিট কাউন্টার।

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now