কান্দিঃ দ্বারকা নদীর উপর রাস্তা বানিয়ে ফেললেন গ্রামের মানুষ

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ কান্দির দ্বারকা  নদীর উপর কজওয়ে   তৈরি করে ফেললেন গ্রামের মানুষ। প্রায় ৩০০ মিটারের আস্ত একটা ব্রিজের  আনুষ্ঠানিক   উদ্ধোধন  হল বুধবার । খড়গ্রাম ও কান্দি বিধানসভার বহু মানুষ উপকৃত হবেন এই কজওয়ের  ফলে। কান্দি বিধানসভার কুমারসণ্ড পঞ্চায়েতের রামেশ্বরপুর এলাকার উপর দিয়ে বয়ে গিয়েছে দ্বারকা নদী, এই নদীর উপর দিয়ে দির্ঘদিন ধরে স্থানীয় মানুষজন স্থায়ী একটি সেতুর দাবি তুলছিলেন, তার জন্য বারবার আবেদনও করা হয় কিন্তু তাতে কোন সুরাহা মেলেনি।

নদীর একদিকে মানুষের বসতি অন্য পারে চাষের জমি।  ফলে কৃষি কাজ থেকে  ফসল ঘরে তুলতে সমস্যায় পড়তে হত স্থানীয়দের। সমস্য সমাধানে গ্রামের মানুষ এক হয়ে রীতিমতো চাঁদা তুলে শুরু করেন দ্বারকানদীর উপর দিয়ে ব্রিজ নির্মানের কাজ।

কয়েক মাস ধরে কাজ চলার পর বুধবার প্রায় ৩০০ মিটার লম্বা এই সেতুর উদ্ধোধন করা হল। এদিন সেতুর উদ্ধোধন করেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার ও খড়গ্রামের বিধায়ক আশিষ মার্জিত।