কাটমানির দায়ে ভরা বাজারে পাকড়াও গ্রাম পঞ্চায়েত কর্মী

Published By: Madhyabanga News | Published On:

ইমাজিন ডেস্ক, হরিহরপাড়া, ৩ নভেম্বরঃ গৃহনির্মাণ প্রকল্পে কাটমানি নিয়ে ভরাবাজারে আটক হলেন এক জিপি কর্মী। তিন বছর আগে ঘর পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি নিয়েছিলেন ডোমকলের গরীবপুর গ্রাম পঞ্চায়েতের এক কর্মী । তারপর দিন যায়, বছর ঘোরে- কিন্তু প্রতিশ্রুতি পূরণ হয় নি । কাটমানির টাকা ফেরতের জন্য বারবার ঘুরেও মেলেনি সমাধান। অবশেষে সেই পঞ্চায়েত কর্মীকে হাতে নাতে ধরা পরেন । এই ঘটনায় মঙ্গলবার সকালে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের হরিহরপাড়া বাজার এলাকায় । ডোমকলের দক্ষিন গরীবপুর রেজলাপাড়া বাসিন্দা রাজ্জাক মন্ডলের কাছ থেকে বছর তিনেক আগে ঘর পাইয়ে দেওয়ার নাম করে ৮ হাজার টাকা ‘কাটমানি’ নেন গরীবপুর গ্রাম পঞ্চায়েতের কর্মী সাইদুল ইসলাম । কিন্তু ৩ বছর হয়ে গেলেও ঘর পাননি, অভিযোগ রাজ্জাক মন্ডলের। এমনকি কাটমানির ৮ হাজার টাকাও ফেরত পাননি। মঙ্গলবার সকালে রাজ্জাক মন্ডল চিকিৎসার জন্য বহরমপুর যাচ্ছিলেন পথে হরিহরপাড়া বাজার এলাকায় অভিযুক্ত পঞ্চায়েত কর্মীকে দেখতে পান এবং তাকে হাতেনাতে ধরে ফেলেন। পঞ্চায়েত কর্মীকে আটকে রাখেন তিনি ।
চাপের মুখে ভরা বাজারে অভিযোগ স্বীকারও করে নেন গরীবপুর গ্রাম পঞ্চায়েত জিপি কর্মী সাইদুল ইসলাম । তিনি স্পষ্ট জানান, ঘর পাইয়ে দেওয়ার জন্য টাকা নিয়েছিলেন। কিন্তু সেই কাজ করতে পারেন নি ।
অভিযুক্ত গ্রাম পঞ্চায়েত কর্মী সাইদুল ইসলামকে আটক করেছে হরিহরপাড়া থানার পুলিশ।