কাটমানির টাকা ‘বুঝে নিন’ , জঙ্গিপুরে টোটো প্রচার তৃণমূলের

Published By: Madhyabanga News | Published On:

‘ জঙ্গিপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে বাড়ি তৈরীর জন্য দেওয়া কাটমানি নিজের দায়িত্বে ফেরত নিন’, পাড়ায়  টোটো ঘুরিয়ে  জঙ্গিপুরের ৪ নম্বর ওয়ার্ডে এমনই  প্রচার করল তৃণমূল কংগ্রেস।

টোটো প্রচারে বলা হচ্ছে, ১ নম্বর  থেকে ৫ নম্বর তালিকায়  বাড়ি পাওয়ার উদ্দেশ্যে যারা কাটমানি দিয়েছে। তারাও টাকা বুঝে নিন। প্রচার করা হচ্ছে জঙ্গিপুরের ৪ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে।

৫ নম্বর লটে যারা টাকা পেয়েছেন তাদের বাড়িতে তদন্ত করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয় প্রচারে।

টোটো থেকেই ঘোষণা করা হয়েছে,  জঙ্গিপুর পৌরসভার চার নম্বর পৌরসভার যে সমস্ত নাগরিক ছয় নম্বর লটের যে তালিকা তৈরী হয়েছিল বাতিল হয়েছে তালিকা। নতুন তালিকা তৈরী করবে নতুন বোর্ড। পৌরভোটের পর বৃহস্পতিবার কাউন্সিলারদের নিয়ে পৌরসভায় যান জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন। সেখানেই তিনি ঘোষণা করেন, পৌরসভা গৃহনির্মাণ প্রকল্পে শেষ  যে তালিকা তৈরী করেছিল তা বাতিল করা হচ্ছে।

তৃণমূলে থাকলেও  এবারে টিকিট পান নি ৪ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলার রবিউল মন্ডল। পৌরসভা ভোটে তৃণমূলের হয়ে দাঁড়িয়েছিলেন রেজাউল করিম। কংগ্রেস প্রার্থী জুম্মা খাতুনের কাছে হেরেছেন তিনি। পৌরসভা ভোটে জিতে যদিও একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তৃণমূল কংগ্রেস।