কল্যাণীতে অনলাইন পরীক্ষা, কী বলল এসএফআই ? OnLine Examination

Published By: Madhyabanga News | Published On:

কলেজের ছাত্রছাত্রীদের অনলাইনেই পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করেছে কল্যাণী বিশ্ববিদ্যালয়। অনলাইন না অফলাইন , কোন মোডে পরীক্ষা ভালো তা নিয়েও শুরু হয়েছে বিতর্ক। কল্যাণীতে অনলাইন মোডে লিখিত পরীক্ষা হবে, প্র্যাক্টিকাল পরীক্ষা হবে অফলাইন মোডে। ছাত্রছাত্রীদের আশঙ্কা এক একটি বিশ্ববিদ্যালয়ে এক একটি মাধ্যমে পরীক্ষা হওয়ায় পরবর্তীতে সমস্যা হতে পারে পড়ুয়াদেরই।

পরীক্ষা প্রসঙ্গে বৃহস্পরিবার বহরমপুরে সাংবাদিক বৈঠক করে এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন,   রাজ্য সরকারের অনেক দিন আগে উচিৎ ছিল ছাত্র শিক্ষক শিক্ষাকর্মীদের মতামত নিয়ে পরীক্ষা সম্পর্কে একটা ডিসিশনে পৌঁছানো ।  এখন দেখা যাচ্ছে কিছু বিশ্ববিদ্যালয় অনলাইনে নিচ্ছে আর কিছু বিশ্ববিদ্যালয় অফলাইনে নিচ্ছে।  প্রাপ্ত নাম্বারের ফারাক থাকবে বলে সবাই আশঙ্কা প্রকাশ করছেন । এসএফআই নেতা বলেন,  পরবর্তী স্তরে যখন অন্যান্য স্তরে ভর্তির প্রশ্ন আসবে তখন যাদের অনলাইনে পরীক্ষা নেওয়া হল তাদের ক্ষেত্রে খানিক টা ডাউটফুল মনোভাব নিয়েই এগবে কতৃপক্ষ । আমরা পরিষ্কার বলছি ছাত্রদের এই বিপদের ফেলার মানে হয় না ।  অনলাইনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়কে এটা  নিশ্চিত  করতে হবে সমস্ত ছাত্র যাতে পরীক্ষা দিতে পারে,  সমস্ত ছাত্র যাতে লেখা পড়ার সুযোগ পায়। অনেকের কাছে দামী মোবাইল নেই বলে পড়াশোনা করতে পারে নি। সিলিবাস কমল্পিট করে পরীক্ষা নিতে হবে সেটা অফলাইন হোক বা অনলাইন ।  বাম ছাত্র নেতা বলেন, ”  ছাত্র ছাত্রীদের অভাব অভিযোগ গুলো বোঝাপড়ার মধ্যে রেখে , দরকার হলে সিলেবাস কমাও। ছাত্র ছাত্রীদের অভাব অভিযোগ গুলো শুনতে হবে বিশ্ববিদ্যালয়কে  এটাই আমাদের দাবি” ।