কলেজ, বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা নিয়ে কি বলছে শিক্ষা মহল

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব প্রতিবেদন: করোনা পরিস্থিতিতে কলেজ, বিশ্ব বিদ্যালয়ের পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন হয়ে পরেন ছাত্র ছাত্রীরা। চলছে না গণ পরিবহন, স্বাস্থ্য বিধি মেনে কিভাবে পরীক্ষা সম্ভব? তা নিয়েও হাজারো জল্পনা, উৎকণ্ঠার শেষ নেই। আর এর মাঝেই কলেজ, বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা বাতিলের আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট, পরীক্ষা হবে, তবে সময়সীমা ৩০ শে সেপ্টেম্বরের পরেও পিছোতে গেলে সংশ্লিষ্ট রাজ্যকে আবেদন করতে হবে ইউ জি সি-র কাছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ছাত্র ছাত্রীদের নিরাপত্তা এবং ভবিষ্যৎ- দুটি দিককে গুরুত্ব দিয়ে আগামী দিনে কি হতে চলেছে, কোন পথে এগোবে বাংলা- তা নিয়েও রয়েছে হাজারো প্রশ্ন। চর্চিত এই বিষয় নিয়ে কি বলছেন, বহরমপুর শহরের দুই কলেজের বিশিষ্ট দুই প্রিন্সিপ্যাল-