কলার ডজন ৬০ টাকা, আঙুর ১২০ টাকা কিলো; লাফিয়ে বাড়ছে ফলের দাম

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ গরমের সাথে পাল্লা দিয়ে  রেকর্ড হারে দাম বাড়ছে ফলের দামও । সামনেই রমজান, চরক পুজো; ফলের দাম বাড়ায় মাথায় হাত মধ্যবিত্তের। ফল কিনতে হিমশিম খাচ্ছেন প্রতিদিন । সাথে ব্যবসায়ীদের কপালেও চিন্তার ভাঁজ।

বাজারে এসেছে আম, খেজুর, আখরোট, বেদানা। যদিও কেনার উপায় নেই। বহরমপুরের ফলের বাজারে সব  ফলের দামেই যেন আগুন লেগেছে।  ফল ব্যবসায়ীরা জানাচ্ছেন  সিঙাপুরি কলা প্রায় অমিল।  ৪০ থেকে ৫০ টাকা দরে বিকোচ্ছে এক একটি ডাব।  আঙ্গুর ১২০ টাকা কেজি,  কলা ৬০ টাকা ডজন।  বেদানা ১৫০ টাকা কেজি।  দাম বেড়েছে  শশা, লেবু, আপেল, তরমুজ, কালো আঙ্গুরেরও।

ফলের বাজারে এসে কোনটা কিনবেন আর কোনটা কিনবেন না! ভেবে কুল পাচ্ছেন না ক্রেতারা।