কলাবউ স্নানে শুরু রাজবাড়ির পুজো

Published By: Madhyabanga News | Published On:

পৌরাণিক কাহিনি অনুসারে, মহাসপ্তমীতে মহাপুজো হয়। সপ্তমীর সঙ্গে জড়িয়ে রয়েছে নানা রীতিনীতি। যার মধ্যে একটি উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ আচার হল ‘নবপত্রিকা স্নান’ |                                                প্রচলিত ভাষায় নবপত্রিকার নাম কলাবউ। এই নবপত্রিকা স্নানকে অনেকে কলা বউ স্নানও বলে থাকেন।নবপত্রিকা’ শব্দটির আক্ষরিক অর্থ ৯ টি গাছের পাতা। তবে বাস্তবে নবপত্রিকা ৯ টি গাছের পাতা নয়, আসলে ৯ টি উদ্ভিদ। যেগুলি হল – কদলী বা রম্ভা (কলা), বিল্ব (বেল), কচু, হরিদ্রা (হলুদ), জয়ন্তী, দাড়িম্ব (দাড়িম), অশোক, ধান ও মান। বিভিন্ন ঔষধি গাছ দিয়ে এই নবপত্রিকা তৈরি হয় |

বহরমপুর এর কাশিমবাজার ছোট রাজবাড়িতে সকল রীতি নীতি মেনেই নবপত্রিকা স্নানের মাধ্যমেই সূচনা হয়ে গেল মহা সপ্তমীর | রাজ পুরোহিত সোমেস্বর চট্টোপাধ্যায় এর তত্ত্বাবধানে রাজ বাড়ি থেকে কাটি গঙ্গা পর্যন্ত পায়ে হেঁটে পঞ্চ মূল ঘট ভরা হয় | রাজপরিবারের সদস্য সুপ্রিয়া দেবী জানান প্রতিবছর এর মতোই এবারও সব রীতিনীতি মেনেই পুজো হচ্ছে |

রাজ পুরোহিত আরও জানান, তিনি এখানে ৩৮ বছর ধরে পুজো করছেন |আগে যতোটা জাঁক যমক ছিল এখন ততটা নেই | তবে রাজ বাড়ির সমস্ত রীতি এখনো পর্যন্ত মেনে পুজো করা হয় | নবপত্রিকা স্নানের পরেই হয় দেবীর মহা স্নান | রাজ বাড়ির রীতি অনুযায়ী গঙ্গা থেকে নবপত্রিকা স্নান করিয়ে আনা হয় | তারপর তাকে শাড়ি পরিয়েই সূচনা হয় মহা সপ্তমী পুজোর |

সকাল থেকেই রাজবাড়ি ছাড়াও শহরের বিভিন্ন পুজোর নবপত্রিকা স্নানের মাধ্যমেই সপ্তমী পুজোর শুভ সূচনা হয়ে গেল | এবছর কাশিমবাজার রাজবাড়িতে সমস্ত কোভিড বিধি মেনেই পুজো হচ্ছে |