
মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ০৯ এপ্রিলঃ তিনি এলেন। ভাষণ দিলেন। মঞ্চ থেকেই খেলা দেখালেন ফুটবল নিয়ে। খেলা হবে স্লোগানে তখন তৃণমূল কংগ্রেস কর্মীদের উচ্ছ্বাস বড়ঞার ডাকবাংলা হাটের মাঠে। শুক্রবার নিজের স্টাইলে জনসভা করলেন অনুব্রত মণ্ডল।

বড়ঞা বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী জীবনকৃষ্ণ সাহার সমর্থনে প্রচার করলেন অনুব্রত । তৃণমূল নেতৃত্বদের সাথে মঞ্চে উপস্থিত ছিলেন ভরতপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী হুমায়ুন কবির। ভোট পর্ব নিয়ে, কেন্দ্রীয় বাহিনী নিয়ে, বিরোধীদের তীব্র ভাবে স্বমহিমায় কটাক্ষ করেন অনুব্রত মণ্ডলের। অনুব্রতর হাতে ফুটবল তুলে দেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।















