কোভিড টিকা নিতে গিয়ে প্রতারণার শীকার হলেন অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী। প্রাথমিকভাবে ধারণা হাম বা বিসিজির টিকা অথবা কোন পাওডার জলে গুলে ইনজেকশনের মাধ্যমে দেওয়া হয়। কসবায় এক বেসরকারী সংস্থার উদ্যোগে কোভিডের টিকা করণ হচ্ছিল। সেখান থেকেই টিকা নেন মিমি। কিন্তু কোন শংসাপত্র না পাওয়ায় সন্দেহ হয় মিমির। কসবা থানায় যোগাযোগ করেন সাংসদ।
জানা যায়, টিকা কেন্দ্রটিই ভুয়ো। ছিল না কলকাতা পৌরসভার কোন অনুমোদন। দেবাঞ্জন দেব নামের এক ব্যক্তি এই কান্ডের পান্ডা বলে জানতে পারে পুলিশ। তবে বর্তমানে নিখোঁজ ওই ব্যক্তি। অভিযুক্ত নিজেকে প্রভাবশালী আইএএস অফিসার হিসেবে পরিযয় দিয়েছিলেন। সেই সুত্রেই ভ্যাকসিনেশন শিবিরের আয়োজন করেন।
তবে মিমি চক্রবর্তী জানিয়েছেন, ভুয়ো টিকা নিয়েও সুস্থ রয়েছেন তিনি। তবে সাংসদের ধারণা যারা দেবাঞ্জন দেব নামের ওই ব্যক্তির সংস্থা থেকে টিকা নিয়েছেন তারা সকলেই প্রতারিত হয়েছে। প্রতারিতদের স্থানীয় কাউন্সিলারদের সাথে যোগাযোগ করতে অনুরোধ করেছেন মিমি।