
মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ১৫ এপ্রিলঃ করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন সামসেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক ওরফে মন্টু বিশ্বাস। বৃহস্পতিবার ভোরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বুধবার রাত্রের রেজাউল হক’কে জংগিপুরের এক বেসরকারি হাসপাতাল থেকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছিল।
বুধবার অসুস্থ বোধ করায় জঙ্গিপুরের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি হন তিনি। চিকিৎসা চলছিল সেখানে। দেওয়া হয় ভেন্টিলেশন। কিন্তু অবস্থার দ্রুত অবনতি ঘটায় সন্ধেয় কংগ্রেস প্রার্থীকে কলকাতায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। কিন্তু হল না শেষ রক্ষা।

রেজাউল হকের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে জেলার রাজনৈতিক মহলে।
সামসেরগঞ্জের প্রখ্যাত ব্যবসায়ী রেজাউল হক এলাকায় পরিচিত ছিলেন মন্টু বিশ্বাস নামেই। বরাবরই কংগ্রেস নেতা অধীর চৌধুরীর আস্থাভাজন বলে পরিচিত ছিলেন তিনি। যুক্ত ছিলেন একাধিক সামাজিক সংগঠনের সাথে। ২০১৬ এর নির্বাচনে কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী হিসেবে ভোটে প্রতিদ্বন্ধিতা করেছিলেন তিনি। পান বড়ো অংকের ভোট। একুশের ভোটে কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন তিনি। চালাচ্ছিলেন জোর প্রচারও। প্রার্থীর মৃত্যুতে শোকস্তব্ধ সামসেরগঞ্জের কংগ্রেস কর্মীরা।

করোনা আক্রান্ত হয়ে প্রার্থীর মৃত্যু তে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলেও। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন স্থগিত থাকবে এই কেন্দ্রে।















