এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

করোনা আক্রান্ত জঙ্গিপুর পুলিশ সুপার শ্রী ওয়াই রঘুবংসী; দায়িত্বে এলেন সূর্য প্রতাপ যাদব

Published on: April 21, 2021

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ২১ এপ্রিলঃ করোনার জেরে রদবদল জেলা পুলিশ প্রশাসনে।  করোনা আক্রান্ত হয়েছেন জঙ্গিপুর পুলিশ সুপার শ্রী ওয়াই রঘুবংসী।    পুলিশ সুপার ওয়াই রঘুবংশীর  জায়গায় জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপারের দায়িত্বে এলেন সূর্য প্রতাপ যাদব। তিনি বিধাননগর পুলিশ কশিমনারেটের ডিসি  হেডকোয়ার্টার ছিলেন।

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে প্রশাসনের অন্দরেও । করোনার সংক্রমণ প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে। জানা যায়, ওয়াই রঘুবংশী  ও তার পরিবার করোনা ভাইরাসে আক্রান্ত। হোম আইসলেশনেই ছিলেন তারা। বিষয়টি পুলিশ  প্রশাসনের পক্ষে জানানোও হয় রাজ্য প্রশাসনের  কাছে। ২৬ তারিখ নির্বাচন জঙ্গিপুর পুলিশ জেলার কেন্দ্রগুলিতে। সেই সময়েও আইসোলেশনে থাকার কথা ওয়াই রঘুবংশীর।  নির্বাচনের কাজ সঠিক ভাবে চালানোর জন্যই সূর্য প্রতাপ যাদবেকে  জঙ্গিপুর পুলিশ সুপার হিসেবে কাজ যোগ দিতে বলা হয়েছে।

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now