এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

করোনা আক্রান্ত গায়ক অরিজিৎ সিংহ, বাড়িতেই কোয়ারেন্টাইনে Arijit Singh tests Covid positive

Published on: January 8, 2022

করোনা আক্রান্ত হয়েছেন মুর্শিদাবাদের ভূমিপুত্র, গায়ক অরিজিৎ সিংহ। অরিজিৎ ও অরিজিতের স্ত্রীর কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। তবে শারীরিক কোন সমস্যা নেই। নিজেদের কোয়ারেন্টাইন করে নিয়েছেন তারা। মুম্বইয়ের বাড়িতেই থাকছেন নিভৃতবাসে।

সোস্যাল মিডিয়ায় একটি পোস্টে এই কথা জানিয়েছেন গায়ক নিজেই। অরিজিৎ লিখেছেন, “Me and my wife have tested Covid Positive. We are all perfectly fine and have quarantined ourselves.”

কোভিড মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন অরিজিৎ সিংহ। মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দপ্তরের হাতে   হাইফ্লো ন্যাজাল অক্সিজেন (এইচএফএনও) তুলে দিয়েছেন  অরিজিৎ সিং। মুর্শিদাবাদের জিয়াগঞ্জে অরিজিৎ সিংহের বাড়ি রয়েছে। তবে বর্তমানে মুম্বাইয়ে রয়েছেন তিনি।

অরিজিৎ সিংহ করোনা আক্রান্ত হয়েছেন, এই খবর জেনতে পেরে উব্দিগ্ন শুভানুধ্যায়ীরাও। সস্ত্রীক গায়কের দ্রুত আরোগ্য কামনা করেছেন অনেকেই।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now