নিজস্ব প্রতিবেদন: করোনা আক্রান্তের পরিবারের সদস্যরা দোকান খোলায় এলাকা জুড়েই আতঙ্ক ছড়িয়েছে। মুর্শিদাবাদের হরিহরপাড়া বাজার চত্বরের ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, বাজার এলাকায় জুতোর দোকানের মালিকের ছেলে করোনা পজিটিভ। ফলে স্বাস্থ্য দপ্তরের তরফে বাড়ির প্রত্যেক সদস্যকেই ১৪ দিন হোম আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ, সরকারি সেই নির্দেশকে তোয়াক্কা না করেই জুতোর দোকান খুলে বসেছেন পরিবারের লোকজন। কাজও করছেন কর্মচারীরা। অন্যান্য দোকানদার থেকে এলাকাবাসীদের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক।
স্থানীয় ব্যবসায়ী সমিতির সেক্রেটারি বলেন, ঐ দোকান বন্ধ রাখতে বলা হয়েছে।
যদিও এই বিষয়ে করোনা আক্রান্তের পরিবারের তরফে কোন প্রতিক্রিয়া মেলে নি। এলাকাবাসীরা চাইছেন, সচেতন ভাবে দোকান বন্ধ রাখা হোক, আতঙ্কিত না হয়ে সতর্ক থাকুক এলাকার মানুষজন। প্রশাসনও কড়া নজর রাখুক।